Pond Fresh (Probiotic)

Product Of : Japan

MRP : 0

Description :

সতর্কতাঃ

ব্যবহারের ২ দিন পূর্বে হইতে ব্যবহারের পরবর্তী ৭ দিন পর্যন্ত পুকুরে পানি পরিবর্তন বা কোন ধরনের জীবাণুনাশক (Sabitizer, Antiseptic) প্রয়োগ করা যাবে না।

প্রয়োগ মাত্রাঃ

পুকুর/ঘেরের ক্ষেত্রে ৩ ফুট গভীর জলাশয়ের জন্য। সাধারণ প্রয়োগ মাত্রা/প্রতিরোধ মাত্রাঃ ৫০০ গ্রাম/একরে (১০০ শতাংশে) প্রতি ২৫-২৮ দিন পরপর ব্যবহার করুন। পুকুর/ঘেরের তলদেশে বিষাক্ত তলানী ও কালো মাটি ধারন করলে: ২০০ গ্রাম/একরে (১০০ শতাংশে) প্রতি ২৫-২৮ দিন পরপর ৩০০ গ্রাম/একরে (১০০ শতাংশে) ব্যবহার করুন। বিঃদ্রঃ পুকুর/ঘেরের তলদেশে বিষাক্ত তলানী ও কালোমাটি ধারন করলে মাছ ও চিংড়ি জীবন ধারন অসম্ভব হয়ে পড়ে, এমতাবস্থায় পুকুর/ঘেরের ৭-১০ দিন অন্তর অন্তর চড়হফ ঋৎবংয ব্যবহার করে আপনার মাছ ও চিংড়িকে নিরাপদ ও সুস্থ্যসবল রাখুন।

Pond Fresh এর উপকারিতা/সুফলঃ

১. পুকুর ও ঘেরের তলার উৎপন্ন বিষাক্ত হাইড্রোজেন সালফাইড-সহ পানিতে দ্রবীভূত এ্যামোনিয়া, সালফাইড ডাই অক্সসাইড, নাইট্রাইড, মিথেন প্রভৃতি গ্যাসকে জারিত করার মাধ্যমে ধ্বংস করে। ২. পুকুর বা ঘেরের অতিরিক্ত শ্যাওলা (প্লাংকটন ব্লুম) নিয়ন্ত্রেণের জন্য অত্যবশ্যকীয় জৈব প্রযুক্ত। ৩. পুকুর/ঘেরে তলদেশের পঁচা দুর্গন্ধ তলানীয় কালমাটি (Black Soil) ও যাবতীয় জৈব পদার্থকে বিয়োজিত করে অজৈব উপাদান যোগান দেয় এবং মূল্যবান এনজাইম (Enzyme) নিঃসরণ করে, ফলে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বাজায় রাখে। ৪. যে সমস্ত পুকুর/ঘেরের পানির স্বল্পতার কারণে পুকুরের বিপর্যয় ঘটে, Pond Fresh সেখানে তলানীয় বিষাক্তাতা ও ক্ষতিকর গ্যাস দূর করে জলজ জীবের স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করে। ৫. পুকুর/ঘেরের তলাণীর বিষাক্তাতা ও ক্ষতিকর গ্যাস দমন করে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে একটি ঝড়ঝ পণ্য হিসাবে কাজ করে এবং চাষকৃত মাৎস্য ও মাৎস্য প্রজাতিকে সাফোকেশন (Suffocation) সমস্যা হতে মুক্তি দেয়। ৬. পুকুর/ঘেরের তলানীয় বিষাক্ততা ও ক্ষতিকর গ্যাস দমন করার মাধ্যমে পানির রং উন্নত করে ও স্থির রাখা নিশ্চিত করে।

প্যাকিংঃ

৫০ গ্রাম।

ব্যবহার পদ্ধতিঃ

বিকাল ৪.৫০-৫.০০ ঘটিকা সময়ে পরিমানমত চিনিতে গুলিয়ে সমস্ত গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে।

সংরক্ষণঃ

শুষ্ক ও ঠান্ডা জায়গায়, সূর্যের রশ্নি হকে আড়ালে সংরক্ষন করতে হবে।

উপাদান/ Composition: Per kg Contains Bacillus mensentericus (min)................

Bacillus subtilis (min) Bacillus Kichenformis (min) Nitrobacter sp (min) Nitrosomonas sp (min) Saccharomyces cereviae (min) Tau dooic voqa nuu

Recommended products