KT Lime (Calcium Oxcide)

Product Of : Vietnam

MRP : 0

Description :

কার্যকারিতাঃ

কেটি লাইম ব্যবহারে পানির অম্লতা দূর করে ও পানির PH এর তারতম্য ঠিক রাখে। ১. কেটি লাইম পানির ঘোলাত্ব দূর করে ফলে অধিক সূর্যালোক পানির নীচ পর্যন্ত পৌছায়। যার ফলে পানিতে জু-প্লাংটন ও ফাইটোপ্লাংটন উৎপন্ন হয়। ২. কেটি লাইম ব্যবহারে মাছের অস্থিরতা, শ্বাস কষ্ট, মাছ পানির উপর ভেসে উঠা ইত্যাদি উপসর্গ দেখা দেয় না। ৩. কেটি লাইম ব্যবহারে মাছের পুষ্টিহীনতা, বৃদ্ধি স্থিমিত হওয়া, মাছের মাথা বড় হওয়া ইত্যাদি হতে রক্ষা পায়। ৪. কেটি লাইম ব্যবহারে মাছের খোলস পাতলা হাওয়া, মাংসপেশী দুর্বল হাওয়া, খাদ্যে অনীহা দূর করে। ৫. কেটি লাইম মাছ থাকা কালীন ও পুকুর প্রস্তুতির শুরুতে ব্যবহার করা যায়।

ব্যবহার বিধিঃ

১. পুকুর প্রস্তুতির শুরুতে ৪.৫ থেকে ৫ ফিট পানির জন্য বিঘা প্রতি (৩৩ শতাংশ) ১৫/২০ কেজি। ২. মাছ থাকাকালীন ৩.৫ থেকে৫ ফিট পানির জন্য বিঘা প্রতি (৩৩ শতাংশ), ১০/১৫ কেজি। ৩. মাছ থাকা কালীন ৩.৫ থেকে ৫ ফিট পানির জন্য বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৮/১০ কেজি হিসাবে ব্যবহার করা যায়। ৪. কেটি লাইম ব্যবহারে মাছের ও পুকুরের কোন ক্ষতি হয় না।

উপাদানঃ

ক্যালসিয়াম কর্বনেট CaCO3

সংরক্ষণঃ

শুদ্ধু ও ঠান্ডা জায়গা, সূর্যের রশ্মি আড়ালে সংরক্ষণ করতে হবে।

প্যাক সাইজঃ

২ কেজি, ৫ কেজি, ১০ কেজি ও ২০ কেজি।

Recommended products